17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনশেখ হাসিনার ঘাঁটি কলাপাড়া, এখানে নৌকার বিজয় সুনিশ্চিত।

শেখ হাসিনার ঘাঁটি কলাপাড়া, এখানে নৌকার বিজয় সুনিশ্চিত।

আবুল হোসেন রাজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার বলেন, এই মাটি মহিববুর রহমান”র ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধু ও নৌকার ঘাঁটি। এখানে নৌকার বিকল্প নেই। এই সরকার উন্নয়নের সরকার। আমরা উন্নয়নের পক্ষেই ৭ জানুয়ারী সকলে মিলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো।(২৬ ডিসেম্বর)মঙ্গলবার শেষ বিকেলে ধুলাসার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বয়স্কভাতা, মাতৃত্ব ভাতা, জেলে ভাতা, শিক্ষাভাতা, প্রতিবন্ধী ভাতা, ১০ টাকা কেজির চাল, টিসিবির পন্য সামগ্রি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে শেখ হাসিনা সরকার। অতীতের কোন সরকার জনগণের জন্য কিছুই করেনি। তারা জনগনকে শুধুই শাসন ও শোষণ করছে।
তিনি আরো বলেন,নৌকার মনোনয়ন পেয়ে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার তিনবারের এমপি এবং প্রতিমন্ত্রী ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। সে কিভাবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের বিপরীতে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন উপস্থিত সকলের কাছে।


মোতালেব তালুকদার বলেন, মাহবুবুর রহমান তিনবার এমপি এবং প্রতিমন্ত্রী থাকাকালীন অঢেল সম্পদের মালিক বনে গেছে। প্রতিমন্ত্রী থাকাকালীন জমি দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দুর্নীতির দ্বায়ে অভযুক্ত হওয়ায় মাহবুবুর রহমানকে মনোনয়ন দেননি শেখ হাসিনা।
ধুলাসার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাদন দালালের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকেঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবুল,কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ লিটন হাওলাদার,ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম,ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন,ইউপি সদস্য নুর উদ্দিন দালাল,ইউপি সদস্য নাজমুন নাহার মনি, ইউপি সদস্য উম্মে হাফসা রিপা, মেফতাউল জান্নাত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংসদ মহিব্বুর রহমান একজন ভালো মানুষ। তারমত একজন এমপি পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। গত পাঁচ বছরে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল ও শালিস বানিজ্য ছিল না। মানুষ নিরাপদে ছিল। অতএব মহিববুর রহমান তালুকদারকে আবারও নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে সকলকে সকলের প্রতি আহবান জানান। এরপরে সন্ধা ৭টায় একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। ##

Most Popular

Recent Comments