19.6 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeকোটা সংস্কার আন্দোলনশোকের মাসে উত্তাল চট্রগ্রামের ছাত্র জনতা।

শোকের মাসে উত্তাল চট্রগ্রামের ছাত্র জনতা।

বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির আহবানে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আঙ্গন থেকে ২য় আগস্ট জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়।

প্রবল বর্ষণ কোনভাবেই ব্যাহত করতে পারিনি ছাত্রদের আজকের কর্মসূচি।জুমার নামাজ শেষে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের গণমিছিল অংশগ্রহণ করতে দেখা যায়।

গণমিছিলটি আন্দরকিল্লা, নিউ মার্কেট, টাইগারপাস,ওয়াসা, জিওসি,মুরাদপুর হয়ে বদ্দারহাটে অবস্থান নেই। গণমিছিলটি ওয়াসা আসলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। আওয়ামী লীগের চট্রগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি দেখলে ছাত্র-জনতা উত্তেজিত হয়ে পড়ে তাদের ধাওয়া করে। তবে কোন অনাকাঙ্খিত পরিবেশের সৃষ্টি হয়নি।

গণমিছিলে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায়।৯ দফার দাবি আদায়,কোটা সংস্কার আন্দোলনে নিহাত ছাত্রদের বিচার। আহতদের চিকিৎসা সহ ক্ষতিপূরণ দাবি জানানো হয়।

আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এ মাসে বাঙালি জাতি হারিয়েছে বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।কিন্তু এবারের শোকের মাসটি কিছুটা ভিন্ন। কোটা আন্দোলনে জুলাই মাসে দুইশর অধিক ছাত্রের মৃত্যু হয়েছে তাতেই উত্ত্যক্ত হয়ে পড়েছে ছাত্র জনতা।

Most Popular

Recent Comments