13.4 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeশোক সংবাদশোক সংবাদ

শোক সংবাদ

, এস মন্ডল,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুর ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক দেশরুপান্তর পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজগার আলীর পিতা রিয়াজ উদ্দিন ব্রেইন স্টোকে আক্রান্ত হয়ে গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাত ২টায় তার নিজ বাড়ী উপজেলার পুরাতুন বন্দর নুরপুরে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি মৃত্যুকালে তার এক স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা রেখে মারা যান। মরহুমের জানাযার নামাজ ও দাফন কার্য বাদ আসর নুরপুর কবরস্থানে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আজগার আলীর পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন ফুলবাড়ীি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ সহ-সভাপতি ডা: সোলায়মান মন্ডল।,সাধারন সম্পাদক আল হেলাল চৌধুরী, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, ফুলবাড়ী পৌর বিএনপি‘র সদস্য  সচিব ও স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি মানিক মন্ডল, দৈনিক  দেশ‘মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও গুপ্তা  প্øাইউড উডপ্রোসেসিং ইন্ডাষ্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হকসহ অেেনকে।

Most Popular

Recent Comments