19.4 C
Bangladesh
Monday, December 23, 2024
spot_imgspot_img
Homeস্থানীয়শ্রমজীবী-পথচারীদের মাঝে দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শরবত বিতরণ

শ্রমজীবী-পথচারীদের মাঝে দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শরবত বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি:
তীব্র গরমে স্বস্তি দিতে দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে
পথচারী ও শ্রমজীবীদের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ শরবত বিতরণ করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ হিমেল এবং ট্রেজারার আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন।

বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর মহিউদ্দিন আহমেদ জুয়েল, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, ট্রাস্টের পরিচালক সিরাজ উদ্দিন দুলাল, মোয়াজ্জেম হোসেন মালদার, মোখছুদুর রহমান পাভেল, আলা উদ্দিন আল হাসান, মোঃ শাহ আলম (দৈনিক জনতা), শাহ আলম, সদস্য আলমগীর ননী, জাহাঙ্গীর হোসেন, জিয়াউল হক পিন্টু, মোঃ জাকের হোসেন, ইমাম ইউছুফ ও ইমরান হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments