24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeউদ্বোধনসকল পন্য ক্রয় করার নির্ভরশীল প্রতিষ্ঠান শুভ উদ্বোধন।

সকল পন্য ক্রয় করার নির্ভরশীল প্রতিষ্ঠান শুভ উদ্বোধন।

স্টাফ রিপোর্টারঃ

গতকাল কুমিল্লার জনগনের সুবিধার্থে ৩০২০ নং দোকান নিউমার্কেটের ৩য় তলা,কান্দিরপাড়ে আইমান ফ্যাশন এন্ড প্রিন্ট পয়েন্ট শুভ উদ্বোধন করা হয়।এখানে সকল মনিষীর বই,আতর,তবজী,খিমার, পার্ট হিজাব,পাঞ্জাবী-পায়জামা,টিসার্ট সহ নিত্য প্রয়োজনীয় সকল পন্য ক্রয় করা যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে আলেম-উলামা সহ বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে দোয়ার আয়োজন করা হয়।প্রিন্টার্সের সত্বাধিকারী কে এম হুমায়ুন কবীর ডাক প্রতিদিনকে জানান,আমার এখানে সকল পন্য সূলভমূল্যে সকলে ক্রয় করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নাঈমুল ইসলাম,উপস্থিত ছিলেন এসএম তাজুল ইসলাম ইসলাম,মাওলানা মোঃতৈয়্যব,মুফতি নাজমুল হাসান,খালেদ সাইফুল্লাহ,রেদোয়ান হোসাইন,আজীজুল ইসলাম কারিমী,ডাঃআতিকুল ইসলাম, মাওলানা নাজির আহমেদ ফাহিম সহ প্রমুখ।

Most Popular

Recent Comments