26.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতসন্মাননা স্বারকে ভূষিত হলেন, একজন মানবিক পুলিশ অফিসার দর্শনা থানার সন্মানিত ওসি...

সন্মাননা স্বারকে ভূষিত হলেন, একজন মানবিক পুলিশ অফিসার দর্শনা থানার সন্মানিত ওসি জনাব মোঃ মাহাবুবুর রহমান কাজল।

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা থানার সন্মানিত ওসি জনাব মোঃ মাহাবুবুর রহমান কাজল একজন সাধারণ মানবিক ও সামাজিক অফিসার। তার অসাধারণ কর্মদক্ষতা সর্ব মহলে প্রশংসিত। যার স্বীকৃতি স্বরূপ ৫ম বারের মত জেলার শ্রেস্ট ওসি নির্বাচিত হয়েছেন।

প্রাণের প্রিয় সংগঠন “ভালোবাসার বন্ধন দর্শনা” এর পক্ষ থেকে সন্মাননা স্বারকে ভূষিত করা হলো এমন মানবিক ও সামাজিক অফিসার কে।
আমাদের বিশ্বাস, সন্মানিত ওসি জনাব মোঃ মাহাবুবুর রহমান কাজল দর্শনা থানা অঞ্চলের মানবতার ও সামাজিক উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবে।
“ভালোবাসার বন্ধন দর্শনা” তার সর্বাঙ্গীণ কল্যাণ ও সু স্বাস্থ্য কামনা করছে।

Most Popular

Recent Comments