22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকরোনা সচেতনণতাসপ্তম দিনে বদলগাছীতে ঢিলেঢালা লকডাউন চলছে।

সপ্তম দিনে বদলগাছীতে ঢিলেঢালা লকডাউন চলছে।


মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

কঠোরতার সপ্তম দিনে আজ বুধবার বদলগাছীতে ঢিলেঢালা লকডাউন পালিত হচ্ছে। উপজলার বেশিরভাগ রাস্তায় চলছে যান্ত্রিক বাহন। রিকশা ভ্যানের আধিক্য বেড়েছে। খুব বেশি না হলেও অলিতে গলিতে খুলেছে দোকানপাট। জীবিকার তাগিদে মানুষ পথে নেমেছেন।

উপজলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা, বিজিবি, র‍্যাব টহল দিচ্ছে।আবার উপজেলার চারমাথা মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। তবে গত ৬ দিনের তুলনায় আজ কিছুটা ছাড় দেয়ার প্রবনতা তাদের মাঝে লক্ষ্য করা গেছে। তাদের সামনেই চলছে যাত্রীবাহী ইজিবাইক।মোটরচালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হলেও সারা সকাল সড়ক জুড়ে তাদের দাপটের সাথেই চলাচল করতে দেখা গেছে।

পথে নামা সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে তারা পথে নেমেছেন। উপজলার গোবরচাপা বাজার এলাকায় একই চিত্র লক্ষ করা যায়। গোবরচাপা বাজার সরেজমিনে দেখা যায়,মাক্স ছাড়াই মানুষ চলাচল করছেন।অনেকেই স্বাস্থ্য বিধি মানছেন না। রাজু ইসলাম বলেন, বিকাল হলেই জনসমাগম বেড়ে যায় এবং চায়ের আসর শুরু হয়। কয়েকজন ভ্যান চালকের সাথে কথা বলে জানা যায়, ঘরে বাজার নেই। তাই আজ বাধ্য হয়ে পথে নেমেছেন। প্রায় একই কথা জানিয়েছেন উপজলার চারমাথা মোড়ের মোটর চালিত রিকশা নিয়ে নামা মিলন কুমার মহন্ত।

উপজলার কোলা বাজার মোড়ে বেলা সাড়ে ১১ টায় দেখা গেছে, রাস্তায় সেনাবাহিনীর টহল গাড়ি রয়েছে।সচেনতায় গ্রাম্য পুলিশের পাশাপাশি শিক্ষকদের একটি টিম কাজ করছে। এরই মধ্যেই ইজিবাইক যাত্রী নিয়ে চলাচল করছে। একই চিত্র দেখা গেছে বদলগাছী সরকারি কলেজ মোড়ে। পুলিশের সামনেই অবাধে চলছে যানবাহন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন,রাস্তায় ইজি বাইক ভ্যান সহ মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে।আমি সহ ভ্রাম্যমাণ টিম কাছ করছি পাশাপাশি পুলিশ, বিজিবি,সেনাবাহিনী, আনসার সহ শিক্ষকরা কাজ করছে।আমরা চেষ্টা করছি বিভিন্ন যানবাহন সহ জন সাধারন কে ঘরমুখি করার।

Most Popular

Recent Comments