মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড:
সরকারিভাবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এবং অফিস আদালতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হলেও সেটি সঠিকভাবে মানছে না জনসাধারণ। এদিকে সারা দেশে নতুন করে করোনো পাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্যবিধি না মানার কারনেই প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রামনের হার। যে কারনে সীতাকুণ্ড উপজেলাতেও বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা সংক্রমন।
হাসপাতাল জুড়ে প্রতিদিন দীর্ঘায়িত হচ্ছে নমুনা সংগ্রহের কার্যক্রম। এতে নমুনা পরীক্ষায় দৈনিক প্রায় ৫০ জনের নমুনা সংগ্রহ করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এদের বেশিরভাগ সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া ও গলাব্যাথায় আক্রান্ত রোগী। নমুনা পরীক্ষায় লাইন ধরতে দেখা যায় হাসপাতালের বারান্দায়। আর নমুনা সংগ্রহ অনুসারে সনাক্তের হার ৪-৫ জন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নুর উদ্দিন রাশেদ।
তিনি বলেন, প্রথম ধাপে যেভাবে করোনোর পার্দুভাব দেখা দিয়েছিল বর্তমানের তার তুলনায় সংক্রমান খুবই কম। টিকা প্রদানকালে সংক্রমনের হার নেমে এসেছিল প্রায় শূন্যের কোটায়। কিন্তুু দ্বিতীয় ঢেউ লাগার সাথে কিছুটা বেড়েছে করোনো সংক্রমন।
তিনি জানান, এই মুহুর্তে হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় সংক্রমিত ভর্তি রোগীর সংখ্যা ১-২ জন। স্বাস্থ্যবিধি না মানার কারনে সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে। তাই করোনা হতে মুক্ত হতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানা জরুরী। তা না হলে ইন্ডিয়ান ভেরিয়্যান্ট ছড়িয়ে পড়লে চরম অবস্থা সৃষ্টি হবে বলে তিনি জানান।