সমাজের অবহেলিত নারী ও শিশুদের অধিকার রক্ষায় ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিশুদের অধিকার আদায়, শিশু নির্যাতন রোধ,চিকিৎসা সহায়তা প্রদান সহ ভবঘুরে শিশুদের মাঝে খাদ্য ও পোশাক সামগ্রী বিতরণ করে আসছে।এছাড়া সংগঠনটি এতিম এবং অটিস্টিক শিশুদের সহায়তা প্রদান ছাড়াও হাসপাতালে ঘুরে ঘুরে অসুস্থ রোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসার খোঁজখবর নেয়।
সংগঠনটি পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা জনাব লায়ন্স জাফরুল্লাহ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোসলেহ উদ্দিন আহমেদ (এমপি)
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসলিম (পিপিএম) ডেইজি,টুরিস্ট পুলিশ, চট্টগ্রাম মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এসএম আজিজ উপদেষ্টা বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন।
জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক কাউন্সিলর ৩৬ নং ওয়ার্ড চট্টগ্রাম।
আব্দুল আল মামুন,
প্রধান অথিতি প্রচারের জন্য নয়, নিজেকে উজাড় করে মানব সেবায় সবায়কে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন আমি ৫৫ বছর রাজনৈতিক জীবনে অনেক সামাজিক কাজ করেছি নাম আর ক্রেস্ট চাইলে আজকে এই স্থানে আসতে পারতাম না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন্স নবাব হোসেন মুন্না।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
বিশেষ অতিথি এস এম আজিজ সকলের সহযোগিতা ও মানবতার সেবায় পাশে থাকার আহব্বান জানান।
অনুষ্ঠানের আহ্বায়ক জনাব আব্দুল কাদের রাজু, বঞ্চিত নারী ও শিশুদের ফাউন্ডেশন, অনুষ্ঠান সফল হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
বশির আহম্মদ, চট্রগাম।