32.9 C
Bangladesh
Monday, April 28, 2025
spot_imgspot_img
HomeUncategorizedসভাপতি আনু, সম্পাদক আমির, কুয়াকাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

সভাপতি আনু, সম্পাদক আমির, কুয়াকাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু ও হোসাইন আমির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরী ভোটাভোটি শেষে সভাপতি ও সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে সকাল থেকে শুরু হওয়া দ্বিবার্ষিক সাধারণ সভায় দিনব্যাপি আলোচনা শেষে বিকেলে নির্বাচন শুরু হলে সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকিগুলো আলোচনার মাধ্যমে নির্বাচিত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জানান, মোট ১৬জন ভোটারের বিপরীতে সভাপতি পদে লড়ছেন তিন জন এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুই জন। সর্বোচ্চ ভোট পেয়ে ভোরের কাগজ ও চ্যানেল এস এর কুয়াকাটা প্রতিনিধি সভাপতি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আরটিভির কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদ। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানবজমিন ও বিজয় টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মাহমুদ, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাঈদ নির্বাচিত হন।

Most Popular

Recent Comments