21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeঅনিয়মসরকারি পাঠ্যবই বিক্রয়। ৪ টন সরকারী পাঠ্যবইসহ ট্রাক জব্দ!

সরকারি পাঠ্যবই বিক্রয়। ৪ টন সরকারী পাঠ্যবইসহ ট্রাক জব্দ!

উপজেলা প্রতিনিধি। কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ৪ টন সরকারী পাঠ্যবই সহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল (১১ ফেব্রুয়ারি) রবিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদরাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। জব্দকৃত বইয়ের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক রাতের আধারে এসব পাঠ্যবই ঝিনাইদহ এলাকায় নিয়ে বিক্রি করতে চেয়েছিলো। পরে ট্রাকে করে বইগুলো নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুধু ট্রাসহ বইগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Most Popular

Recent Comments