17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে: খাদ্যমন্ত্রী

সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে: খাদ্যমন্ত্রী

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব। তাই এই সরকারের আমলে দাবী আদায়ের জন্য শ্রমিকদের আন্দোলন করতে হয়নি।স্বপ্রণোদিত হয়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এক সময়ে একজন শ্রমিক এক বেলা ভাতের জন্য সারাদিন পরিশ্রম করেছেন। কিন্তু সেই চিত্র এখন আর নেই। দিন বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে। এ দিনবদলের অন্যতম কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে। স্বাধীন দেশ উপহার দিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মুক্ত করেছেন।

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শেখ হাসিনার সরকার উন্নত বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে মন্ত্রী আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহ্বান জানান।
উপজেলা শ্রমিক সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিল্পবসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে মন্ত্রী প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

Most Popular

Recent Comments