15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeইচ্ছেঘুরিসহিংসতা ঠেকাতে সাইকেল যাত্রা।

সহিংসতা ঠেকাতে সাইকেল যাত্রা।

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
“পারিবারিক সুশিক্ষাই পারে, সমাজের সকল প্রকার সহিংসতা ঠেকাতে” এমন শ্লোগান নিয়ে ঢাকা মানিক মিয়া এভিনিউ থেকে ৭৭ জন সাইক্লিস্ট যাত্রা শুরু করেন। শুক্রবার সমুদ্র সৈকতে এসে হেমন্ত রাইডার্স সাইক্লিং গ্রুপ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। এসময় পর্যটকসহ এলাকাবাসীর মাঝে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক নানা প্রচারণা চালায়। শনিবার সকালে পটুয়াখালী উদ্দেশ্যে কুয়াকাটা থেকে ফের যাত্রা শুরু করেন তারা।
ওই গ্রুপের একমাত্র নারী সাইকিস্ট রাহেমা আক্তার নদী বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে হলে প্রয়োজন পারিবারিক সচেতনতা। পারিবারিক সচেতনতাই পারে নারীও শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে। প্রতিটি নারী ও শিশুর শংকামুক্ত আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
হেমন্ত রাইর্ডাস গ্রুপের এডমিন সাইক্লিস্ট মোহাম্মদ হেদায়েতুল হাসান ফিলিপ বলেন, সম্প্রতি সময় সারাদেশে ধর্ষণসহ শিশু নির্যাতন যে হারে বাড়ছে তা থেকে রক্ষা পেতে “পারিবারিক সুশিক্ষাই পারে, সমাজের সকল প্রকার সহিংসতা ঠেকাতে এমন শ্লোগানকে সামনে রেখে সারা দেশ ব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাব। ###

Most Popular

Recent Comments