29 C
Bangladesh
Friday, April 4, 2025
spot_imgspot_img
HomeUncategorizedসাঁতার না জানায় ফুলবাড়ীতে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু ॥

সাঁতার না জানায় ফুলবাড়ীতে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু ॥

এস, মন্ডল,ফুলবাড়ী(দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী চাঁদাপাড়া গ্রাম এলাকার ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে রাহাত(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রাহাত পৌর এলাকার পশ্চিম কাঁটাবাড়ী গ্রামের হোমিও ডাঃ মোঃ রজব আলীর একমাত্র পুত্র।

গতকাল (৫ সেপ্টেম্ব) সোমবার দুপুর দেড়টায় রাহাতসহ পাঁচ বন্ধু মিলে রাহাতের বাবার কেনা নতুন বাড়ী দেখতে চাঁদপাড়া গ্রামে যায় । সেখানে বন্ধুরা সবাই মিলে নদীতে গোসল করতে নামে। রাহাত সাঁতার না জানায় সে অল্প পানিতেই গোসল করছিলো হঠাৎ তার পা পিছলে নদীর গভিরে চলে যায়। নদীতে ¯সো্ত থাকায় সে তৎক্ষনাৎ সেখান থেকে প্রায় ৫শত মিটার দুরে চলে যায়। বন্ধুরা তাকে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ মেহেদী হাসান জনান, আমরা খবর পেয়ে সাথে সাথে রংপুর ডুবুরী দলকে খবর দেই এবং আমরাসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাই। পরে ঘটনারস্থল থেকে প্রায় ৫শত মিটার দুরে রাহাতকে মুত্যু অবস্থায় উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেই।

Most Popular

Recent Comments