13.4 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeপিরোজপুরসাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন।

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন।

মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটক করে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর প্রেসক্লাব। বুধবার সকাল ১১টায় শহরের ক্লাব রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী, দৈনিক ইত্তেফাক পিরোজপুর ব্যুরো অফিস প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলী অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক সংবাদ প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ডেইলী ইনডেপেনডেন্ট প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক সমকাল ও চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, বিডি নিউজ২৪ ডটকম প্রতিনিধি মো. হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।

Most Popular

Recent Comments