20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeদোয়া মুনাজাতসাংবাদিক হোসাইন আমির ও জনি আলমগীরের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত।

সাংবাদিক হোসাইন আমির ও জনি আলমগীরের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত।

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটা প্রেসক্লাবের অর্থ সম্পদক এবং বিজয় টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক হোসাইন আমির, ট্যুরিষ্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীরের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কুয়াকাটা বিজনেস ক্লাবের আয়োজনে বুধ বার (২২ই জুলাই )আসর নামাজ বাদ ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোবাশ্বের হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

রোববার(১৯ ই জুলাই ) রাত সাড়ে ৮ দিকে মৎস্য বন্দর আলীপুর বাজার থেকে ইজি বাইকে করে কুয়াকাটা আসতে ছিল তারা। মহা সড়কের নয়াপাড়া পয়েন্টে বিপরীত মুখী একটি মোটরবাইকের সাথে মুখোমুখেী সংর্ঘষ এড়াতে পার্কিং করে রাখা ট্রলির সাথে ধাক্কা খেয়ে ইজি বাইকটি উল্টে পড়ে যায়। দুমড়ে মুচরে পড়া ইজি বাইকে আহত হয় সাংবাদিক হোসাইন আমিরসহ ৫ জন যাত্রী।

Most Popular

Recent Comments