12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeপ্রতিবাদসাংবা‌দিক নির্যাত‌নের প্র‌তিবা‌দে বিএমএসএফ পি‌রোজপুর শাখার প্র‌তিবাদ সমা‌বেশ

সাংবা‌দিক নির্যাত‌নের প্র‌তিবা‌দে বিএমএসএফ পি‌রোজপুর শাখার প্র‌তিবাদ সমা‌বেশ

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

মুজাক্কের আমাদের ভাই, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কলম সৈনিকেরা কত অসহায়।কি নির্মম ভাবে গুলি বুকে নিয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে জাতির বিকেক রাস্তায়। রাস্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে পদদলিত হচ্ছে রাস্ট্রোূদ্রোহি কিছু দালালের কাছে।আমি হুশিয়ারি দিয়ে বলতে চাই কলম সৈনিক দের আর অবহেলিত ভাববেননা আমরা কলম দিয়ে যুদ্ধ করতে জানি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের দিকে একবার তাকিয়ে দেখেন শিক্ষা নিন তাদের থেকে? সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, ছালামের রক্ত যেমন বৃথা যায়নি তেমনি মুজাক্কির এর রক্ত আমরা বৃথা যেতে দেব না। মুজাক্কির এর হত্যাকারী কে অবিলম্বে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করা হোক।

Most Popular

Recent Comments