12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতসাইবার নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন

সাইবার নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি :
সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বাংলাদেশ টুডে প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞা, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ফাইনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, আমার সংবাদ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, বণিক বার্তা প্রতিনিধি নুরউল্লাহ কায়সার, দেশ রূপান্তর প্রতিনিধি শফিউল্যাহ রিপন, জিটিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী সমাচারের নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল, আজকের পত্রিকার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, স্টার লাইন প্রতিনিধি সাহাব উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ সাংবাদিক সংগঠনগুলোর আপত্তি সত্তে¡ রাষ্ট্রপতির স্বাক্ষর করার আগে জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ধারা থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা পুলিশকে দেয়া হয়েছে। এ ধরনের নিবর্তনমূলক ধারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা ও হুমকি হবে। সমাজের দুর্নীতিবাজ ও অপকর্মকারীরা এ আইনটিকে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, যা সাংবাদিকদের মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করবে।
এ সময় উপস্থিত ছিলেন সময় টিভির ফটো সাংবাদিক মীর হোসেন রাসেল, ভোরের দর্পণের হাবিব মিয়াজী, দাগনভূঞা প্রেসক্লাব সাবেক সভাপতি এমএ তাহের পন্ডিত, নওরোজ প্রতিনিধি মুহাম্মদ মোশাররফ হোছাইন, বাংলাভিশনের ফটো সাংবাদিক মিরাজুল ইসলাম মামুন, অগ্রসর প্রতিনিধি গাজী হানিফ, বাংলাদেশ ডায়রী প্রতিনিধি পিনু সিকদার, স্টার লাইন স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, সত্যের অনুসন্ধানের নাজিম চৌধুরী, মানবকণ্ঠ সোনাগাজী প্রতিনিধি এসএম আবসার, ফেনীর তালাশের স্টাফ রিপোর্টার এমএ আকাশ, দানগভ‚ঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম ফরায়েজী, জনবানী প্রতিনিধি শাহ শহীদ, শেয়ারবীজ প্রতিনিধি কামররুল হাসান নীরব, কালবেলা ফুলগাজী প্রতিনিধি তানভীর চৌধুরী, গণতদন্তের সাইফুল ইসলাম, দেশের কণ্ঠের জাহিদুল আলম রাজন, ঢাকার ডাকের মোজাহেদুল ইসলাম জাবের, ডিজিটাল সময়ের দেলোয়ার হোসেন মজুমদার, আজকের প্রতিক্রিয়ার আহমেদ আলী নয়ন প্রমুখসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

Most Popular

Recent Comments