20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটাসাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গঙ্গামতিচরের ঝাউবন।।

সাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গঙ্গামতিচরের ঝাউবন।।

জাহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কলাপাড়া উপজেলার,ধুলাসার ইউনিয়নের অর্ন্তগত গঙ্গামতির চরের ঝাউবনের প্রায় একতৃতীয়াংশ বিলীন হয়ে গেছে সাগরের গর্ভে। একই সাথে ভেঙ্গে যাচ্ছে সাগরের পাড়। সমুদ্রের উত্তাল ঢেউ আর জোয়ারের পানিতে একটু একটু করে বিলীন হচ্ছে এই চরের অধিকাংশ জায়গা। কুয়াকাটায় ঘুরতে আসা দর্শকদের গঙ্গামতির চর আকৃষ্ট করতো তার অপরূপ সৌন্দর্যের ঝাউবনের মাধ্যমে। কিন্তু সেই বন আজ হুমকির মুখে। বনের প্রায় অধিকাংশ ঝাউগাছ ভিত্তির অভাবে শেষ হয়ে যাচ্ছে। এভাবে সাগরের মরণ খেলা চলতে থাকলে সাগরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহের জন্য গড়ে ওঠা জেলেদের সবকিছু হারাতে হবে।

স্থানীয় কয়েকজন জেলেদের সাথে কথা বললে তারা জানান,” এই সাগরের কূলে থাইক্কা আমরা মাছ ধইরা খাইয়া পইড়া বাঁইচা আছি,কিন্তু য্যামনে সাগরের কূল ভাঙ্গতে আছে তাতে একদিন আমাগো ঘরবাড়িও সাগরের পেডে চইলা যাইবো। তহন যে কি করমু আল্লাহই জানে।”
এইবন একদিকে যেমন বন্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তেমনি পরিবেশে যোগ করছে অক্সিজেন।এই বন সাগরের গর্ভে পুরোপুরি চলে গেলে ভাঙ্গতে থাকবে সসম্পুর্ণ সাগরের পাড়, অধিকাংশ পরিবার হারাবে তাদের ভিটেমাটি। তাই স্থানীয় জেলেদের সরকারের কাছে দাবি যাতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বন সংরক্ষণ অধিদপ্তর, ঝাউবন ও সাগরের পার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

Most Popular

Recent Comments