কুয়াকাটা কলাপাড়া সংবাদদাতা ঃ কুয়াকাটা সৈকত প্রসস্থ রাখা সহ এর সৌন্দর্য বৃদ্ধি করণে আজ সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। সৈকতের জিরো পয়েন্ট থেকে ডানে ও বামে সৈকত যাতে প্রসস্থ ও পরিচ্ছন্ন থাকে পাশাপাশি সমুদ্র সৈকত ষ্ট্রীট ফুড ভেন্ডর সহ সকল ব্যবসায়ীদের সারিবদ্ধ ভাবে জায়গা নির্ধারণ করা হয়েছে।
পর্যটক নির্ভর ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে সী বীচ এলাকায় তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের আশে পাশে পরিচ্ছন্ন রাখার বিষয়।
ঢাকা থেকে আগত ট্যুরিস্ট রাজিব আহম্মদ জানান, বেশ ভালো লাগছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বেশ প্রসস্থ ও নিরাপদ।
পর্যটক সামিয়া আক্তার জানান, আমি আরো একবার এসেছি কুয়াকাটায়, এবার সৈকতটি অনেক প্রসস্থ ও পরিচ্ছন্ন মনে হচ্ছে। সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশ রয়েছে তাই নিজেকে অনেক নিরাপদ মনে হচ্ছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাফ হোসেন জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতটি যেনো পর্যটকদের কাছে একটি সুন্দর পরিচ্ছন্ন ও নিরাপদ সৈকত মনে হয় আমরা সে লক্ষ নিয়েই কাজ শুরু করেছি। আপনারা খুব শীগ্রই সৈকতের সুন্দর একটি রূপ দেখতে পাবেন। ##