মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধি প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল হালিম উকিল নিজ বাড়ীতে বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ি। গত এক সপ্তাহ ধরে তার খাওয়া দাওয়া বন্ধ রয়েছে। তার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিসৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে চিৎিসাসেবা দেয়া হচ্ছে। বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, গবেষক, ফিকামলি প্লাটিনাম জিম এর প্রতিষ্ঠাতা তার বড় ছেলে ড. আবদুল ওয়াদুদ, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবু কামরান রাহুল, ডা. রেজোয়ান এবং এ্যাপেলো হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব কে নিয়ে ঢাকা থেকে শনিবার দুপুরে হেলিকপ্টারে করে তার গ্রামের বাড়ী ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠীতে যান এবং প্রফেসর আবদুল হালিম এর শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসা সেবা প্রদান করেন। সাবেক অধ্যক্ষের স্স্থুতারজন্য তার ছেলে ড. আবদুল ওয়াদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।