26.9 C
Bangladesh
Sunday, February 23, 2025
spot_imgspot_img
HomeUncategorizedসাভারে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০।

সাভারে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০।

আল আমিন মৃধা,
সাভার উপজেলা প্রতিনিধি।

”মুজিববর্ষে আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান”। এই শ্লোগানকে প্রতিপাদ্য করে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020। এরই ধারাবাহিকতায় সাভারেও পালিত হলো দিবসটি। বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) এ দিবসটি পালন করে। দিবস উদযাপনের অংশহিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা নীপা। উক্ত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আয়েশা আলী প্রজেক্ট কো-অর্ডিনেটর (বমসা) l আরো উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান জনাব লিলি জাহান,সাধারণ সম্পাদিকা শেখ রোমানা সহ আরো কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,অভিবাসী সম্পর্কিত যেকোন সমস্যায় সহযোগিতা করতে উপজেলা প্রশাসন সবার পাশে আছে। এর আগে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আয়শা আলী বলেন তার সংস্থা মহিলাদের বিদেশে গিয়ে কাজের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন তাদের এই প্রশিক্ষণ ব্যবস্থা ও সুপরামর্শ সামনের দিকে আরো গতিশীল করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন ।

Most Popular

Recent Comments