17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়সাভারে বিশ্ব এইডস দিবস পালিত।

সাভারে বিশ্ব এইডস দিবস পালিত।

আল আমিন মৃধা
সাভার উপজেলা প্রতিনিধি।

”সারা বিশ্বের ঐক্য,এইডস প্রতিরোধে নিবে দায়িত্ব” এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়।
বিশ্ব এইডস দিবস 2020 উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কন্সার্নস আয়োজন করে সচেতনতামূলক বার্তা প্রচার,লিফলেট ,স্টিকার ও পোস্টার বিতরণ ক্যাম্পেইনের । ক্যাম্পেইনটি সাভার উপজেলা পরিষদের মেইন গেটে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কন্সার্নসএর জাতীয় পরিচালক ডক্টর পিটার হালদার ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা,ভলেন্টিয়ার বৃন্দ। উক্ত ক্যাম্পেইন থেকে মানুষকে বিভিন্ন ধরনের সচেতনতার বার্তা পৌঁছে দেয়া হয়। এরপরে করোনা প্রতিরোধে বি ওয়াই হাই ক্লাব বিনামূল্যে মাক্স বিতরণ করেন।

Most Popular

Recent Comments