14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeদূর্ঘটনাসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫১ টি বসতঘর পুড়ে ছাই

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫১ টি বসতঘর পুড়ে ছাই

সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুলের কেশবপুর গ্রামে চৌধুরী কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫১ টি বসতঘর পুড়ে ছাই।
খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (৫ ই মার্চ) আনুমানিক দুপুর ২ টার সময় চৌধুরী কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতঘরে দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই পুরো কলোনিতে আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ে।এতে ৫১ পরিবার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন,খবর পেয়ে আমরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি।রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুন লাগার ধারণা করা হচ্ছে।আগুনে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Most Popular

Recent Comments