20.8 C
Bangladesh
Thursday, November 14, 2024
spot_imgspot_img
Homeসীতাকুন্ডসীতাকুণ্ডে অভুক্তদের জন্য প্রীতিভোজের আয়োজন করেছে মানবিক সংগঠন 'আহার'

সীতাকুণ্ডে অভুক্তদের জন্য প্রীতিভোজের আয়োজন করেছে মানবিক সংগঠন ‘আহার’

মুসলেহ উদ্দীন:

সীতাকুণ্ডের সামাজিক, মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘আহার’ এর উদ্যোগে অভুক্তদের জন্য ৪র্থ তম প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

প্রতিবারের মতো শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে এবারো অভুক্তদের দুপুরবেলা খাবারের আয়োজন করেছে মানবিক সংগঠন আহার।
আজ (৬ জুন) শুক্রবার সীতাকুণ্ড সিকিউর সিটি কমপ্লেক্স ভবনে এসব অসহায় মানুষদের জন্য প্রীতিভোজের আয়োজন হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, আহারের নির্বাহী সদস্য ও সিকিউর সিটির ভাইস চেয়ারম্যান আখতার হোসাইন মামুন, আবুল হোসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক নাছির উদ্দীন অনিক, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, ওয়াহিদ মুরাদ, সাংবাদিক নাছির উদ্দীন শিবলু, সাংবাদিক মুসলেহ উদ্দীন, বাবলা মিয়া প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন নুহাস ফার্মেসির সত্বাধিকারী মো: নুরুল আলম, মিজানুর রহমান, মেহেদী হাসান, এয়ার আহম্মদ, সাবেক ট্রাফিক পুলিশ ফজলুল রহমান, আলমঙ্গীরসহ অন্যান্যরা।

উক্ত প্রীতিভোজের শুরুতে সংগঠন ‘আহার’ এর কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক ও খতিব মাওলানা আনোয়ার হোসাইন।

সংগঠনের নির্বাহী পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি বলেন, আমরা প্রতিমাস একবার খাওয়ার আয়ােজন করে থাকি। এসব হতদরিদ্র মানুষগুলোকে মাসে একবার হলেও ভাল খাবার খাওয়ানোই আমাদের মুল লক্ষ্য। আমাদের সংগঠন ভবিষ্যতেও মানবিক কাজ করে যাবে। আমরা সবসময় অসহায় মানুষদের পাশে থাকবো।

Most Popular

Recent Comments