25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeউদ্বোধনসীতাকুণ্ডে কেয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্ভোধন

সীতাকুণ্ডে কেয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্ভোধন

মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড
সীতাকুণ্ডে কেয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্ভোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তর বাজারস্ত নুর মোস্তফা প্লাজা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল আলম, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. এস এম নুরুল করিম রাশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান হলেও জনসাধারণ যেন উপকৃত হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া অসহায় ও হতদরিদ্র মানুষের ক্ষেত্রে বিশেষ সুবিধা রাখবেন। মানসম্মত সেবাদানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পরবে।

Most Popular

Recent Comments