18.5 C
Bangladesh
Tuesday, December 24, 2024
spot_imgspot_img
Homeআত্মহত্যাসীতাকুণ্ডে গলায় ফাঁস দেয়া এক ব্যক্তির লাশ উদ্ধার

সীতাকুণ্ডে গলায় ফাঁস দেয়া এক ব্যক্তির লাশ উদ্ধার

মুসলেহ উদ্দীন:
সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট থেকে গলায় ফাঁস দেয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১০জুন) বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নজির আহম্মদ কন্ট্রাক্টারের বাড়ির ভাড়া বাসা থেকে সাহাব উদ্দিন (৩২) নামের উক্ত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, ফাঁস দেওয়া যুবক চন্দনাইশের সাতবাড়ীয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আহম্মদ আলীর পুত্র।
গত দুইবছর যাবত আরিফ মিয়ার ভাড়া বাসার ৩য় তলায় থাকতেন।

স্থানীয়রা জানায়, সকালে বাসার জমিদারের ছেলে ৩য় তলায় গেলে জানালা দিয়ে দেখে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
বিষয়টি তিনি পুলিশকে জানালে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও এ এসআই নুরনবী ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, নিহত সাহাব উদ্দিন সলিমপুর এলাকায় এস্কোভেটারে ব্যবসা করতেন। সম্ভবত ব্যবসায়িক বিষয়ে কোন রকম টেনশনে তিনি আত্নহত্যা করেন। তার পরিবার চন্দনাইশের গ্রামের বাড়িতে।

এব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, খবর পেয়ে আমরা একটি ভাড়া বাসা থেকে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি।

Most Popular

Recent Comments