21.2 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeজাতীয়সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন।

সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন।

মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড:
চট্রগ্রাম সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন করা হয়েছে।

আজ (৫ জুন থেকে ১৯ শে জুন) পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। ১৪ দিন ব্যাপী ২৪০ টি কেন্দ্রে টিকা দেয়া হবে।

শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ভোধন করেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর উদ্দিন রাশেদ জানান, আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সীতাকুণ্ডে ২৪০টি কেন্দ্রে পরিচালিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম। প্রত্যেক কেন্দ্রের ক্যাম্পিংয়ে স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, এইচআর, সেচ্ছাসেবক টিমসহ দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন। সচ্ছভাবে ক্যাম্পেইনের কার্য়ক্রম চলবে বলে জানান তিনি।

Most Popular

Recent Comments