25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeউদ্বোধনসীতাকুণ্ডে তমবিয়া-মমতাজ জামে মসজিদ উদ্বোধন করেন সাবেক মেয়র মনজুর আলম

সীতাকুণ্ডে তমবিয়া-মমতাজ জামে মসজিদ উদ্বোধন করেন সাবেক মেয়র মনজুর আলম

বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে সীতাকুন্ড – উপজেলার কুমিরার জোড়ামতল এলাকায় আল-আমিন সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ তলায় দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ তমবিয়া-মমতাজ জামে মসজিদ। ২১ আগস্ট ২০২৩ খ্রি. সোমবার, বাদ জোহর ফলক উন্মোচন, পবিত্র জোহর নামায আদায়, মিলাদ-দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয় এই মসজিদটি। সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলমের পক্ষে ফলক উন্মোচকন করেন তাঁরই সুযোগ্য পুত্র আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক, সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম ও আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম। অত্র মসজিদ উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আল-আমিন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা ও অত্র মসজিদের জমি দাতা আলহাজ¦ জহুর আলম চৌধুরী বাবুল। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া-কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী। আলোচনা করেন অত্র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সৈয়্যদ ইউনুস রজভী। আল-আমিন সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সীতাকুন্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, আল আমিন মাদ্রাসার সুপার মাওলা আবু কায়সার, সাবেক বাদশা আলম, মুসাদ্দিক মোরশেদ, নুরুল আলম ভুট্টু, ফরিদ আহমদ মুরাদ সহ অন্যরা। তমবিয়া-মমতাজ জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও মসজিদ উদ্বোধক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম বলেন, আমার পিতা ৬০ এর অধিক মসজিদ সহ ১০০টি সেবাধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র ইসলামে খেদমত করে যাচ্ছেন। আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, কলেজ, স্কুল, দাতব্য চিকিৎসালয় সহ নানামুখি সেবা চলমান। তিনি বলেন, মানবসেবা, আর্তের সেবা, দুর্গতদের সেবা বিশেষ করে সুন্নিয়তের খেদমতই আমাদের ব্রত। তিনি বলেন, আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট আল্লাহর ওয়াস্তে যাবতীয় সেবা করে যাচ্ছে। তিনি তাদের সেবাধর্মী সকল কাজো সহযোগিতা চাই সকলের

Most Popular

Recent Comments