মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে কঠোর লকডাউন কার্যকর করতে নেমে প্রথমদিনে মোবাইল কোর্টের মাধ্যমে ১১ টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সকালে জরিমানা না করলেও বিকালেবেলা সরকারি নির্দেশনা অমান্য করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।
আজ (২৩ জুলাই) শুক্রবার সকাল থেকে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার সীতাকুণ্ড সদর বাজার থেকে বড় কুমিরা বাজার পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন, শপিংমল ও দোকানপাট। সকালে রাস্তা ফাঁকা দেখা গেলে বিকালে ৩ টার পর সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খােলা রাখার অভিযোগে মােবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, আজ থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, আনসারের সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
সকালে প্রাথমিকভাবে সতর্ক করা হলেও বিকালে সরকারি নির্দেশনাবলী না মানায় এ জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।