মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড: চট্রগ্রামের সীতাকুণ্ডে প্রায় শতাধিক পথশিশু, হতদরিদ্র নারী ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ ও অসহায় মেয়ের বিয়েতে ১০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করেছে সামাজিক ও মানবিক সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন।
আজ শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২ টায় সীতাকুণ্ড সদর থেকে শুরু হয়ে ভাটিয়ারী এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন, সদস্য সঞ্জয় দাশ রাহুল, মোঃ রাসেল, মোঃ মনির, মোঃ ইউনুস, মোঃ মাহফুজ, মোঃ আলিম, এইচ.এম ইকরাম, নাহিদুল ইসলাম, মোঃ মোশারফ, জাহেদ, রাহিন প্রমুখ।
এছাড়া সকালে কুমিরার কোর্টপাড়া এলাকায় অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য ১০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন বলেন, সকলের সহযোগীতায় আমাদের সংগঠন এগিয়ে যাচ্ছে। আগামীতে সকলের সহযোগিতায় পথশিশু ও মানসিক ভারসাম্যহীনদের খাদ্য বিতরনে আরো বেশি বেশি এগিয়ে আসবে সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন।