সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে আধুনিক প্রযুক্তির সাহায্যে চুরি করা মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (১৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে কয়েকটি স্থান থেকে কুমিরা এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সদর থানার মালিবাড়ি ইউনিয়নের মসজিদের পাড় এলাকার মোহাম্মদ আলীর পুত্র জয়নাল আবেদীন (৩০) ও সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মধ্যম পাড়া গ্রামের জাকির আহম্মদের পুত্র মো. সোলাইমান (২০)।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১০ মার্চ তোকাম্মেল হোসেন নামের এক ব্যক্তির ভাড়া ঘরের তালা ভেঙ্গে তার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় ও সোর্সদের দেওয়া তথ্য অনুযায়ী জয়নাল আবেদীনকে কুমিরাস্থ তার ভাড়া ঘর থেকে আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে জয়নাল মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাইকৃত মোটর সাইকেলটিসহ মো. সোলাইমানকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
সীতাকুণ্ড থানার তদ্বন্ত (ওসি) সুমন বণিক বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে। তাদের সাথে আরো কয়েকজন চুরির সাথে জড়িত ছিল। এরা সবাই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। বাকিদের আটকের চেষ্টা চলছে। আসামীদের আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।