20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅনিয়মসীতাকুণ্ডে বিধি নিষেধ অমান্য করে দোকান খোলায় ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ২৭ হাজার...

সীতাকুণ্ডে বিধি নিষেধ অমান্য করে দোকান খোলায় ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা।

মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড:
সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনেও অব্যাহত ছিল উপজেলা প্রশাসনের কড়া অভিযান।

আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকালে ৫টার পর সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকান – ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ১১টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়েছে।
এই অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

অভিযানে সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিকাল ৫টার পর দোকান খোলার অভিযোগে উপজেলার ভাটিয়ারী, জলিল বাজার, মাদামবিবির হাট, কদম রসুল, ফুলতলা, ছোট কুমিরা, বড় কুমিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে বিকাল ৫ টার পর দোকান পাট খোলা রাখায় এ জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট এলাকার দোকান/বাজার/মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। চলমান লকডাউন মানাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Most Popular

Recent Comments