মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ
করোনা মহামারী প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সীতাকুণ্ডে ৪র্থ দিনেও কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ১৬ টি মামলায় ২০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলার সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। সাথে ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান।
সুত্রে জানা যায়, কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ, মাস্ক না পড়ে অপ্রয়োজনে বের হওয়া এবং সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বিকাল ৩ টার পর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ টি মামলায় ২০,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, সরকারি বিধি-নিষেধ অমান্য করায় জরিমানার আওতায় আনা হয়েছে। চলমান লকডাউনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।