16.2 C
Bangladesh
Thursday, January 9, 2025
spot_imgspot_img
Homeবিদ্যুতসীতাকুণ্ডে শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে জামাই দুলালের মৃত্যু।

সীতাকুণ্ডে শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে জামাই দুলালের মৃত্যু।

মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড:
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে শশুর বাড়িতে বৈদ্যুতিক করতে গিয়ে ইমাম হোসেন দুলাল (৩৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (২২ মে) সকাল ১০ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, একই ইউনিয়নের হাতিলোটা গ্রামের মোল্লাবাড়ীর আহমেদুর রহমানের পুত্র দুলাল তার শশুড়বাড়িতে শাশুড়ি শেফালী বেগমের ঘরে বিদ্যুৎ এর কাজ করার সময় অসতর্কভাবে একটি বিদ্যুতিক তারে হাত লেগে নিচে পড়ে যায়। এসময় পরিবার আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউ’পি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শ্বশুর বাড়িতে ইলেকট্রিক কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট লেগে তার মৃত্যু হয়েছে।

Most Popular

Recent Comments