12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতধর্ষনসীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক শাহিন পলাতক

সীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক শাহিন পলাতক

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে।
গত দেড়মাসে ৪ টি ধর্ষণের ঘটনা ঘটে।

গতকাল (২২ মার্চ) মঙ্গলবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম জুট মিল সংলগ্ন পাহাড়ী এলাকায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে টেলিভিশন দেখানোর কথা বলে একই বাড়ির কিশোর দ্বারা শিশুটি ধর্ষণের শিকার হয়।
এসময় শিশুর আত্নচিৎকার শুনে বিবস্র অবস্থায় শিশুকে উদ্ধার করে বাড়ির লোকজন।
ধর্ষক শাহিন (১৬) দিনমজুর নিজাম উদ্দিনের পুত্র।
ধর্ষক ও ধর্ষিতা উভয়ে মুরাদপুর ইউনিয়নের রহমত নগর গ্রামের বাসিন্দা। এই দুইটি পরিবার অস্থায়ীভাবে এসকেএম জুট মিল এলাকায় পাহাড়ের পাদদেশে ইয়াসিন শাহ (রাঃ) মাজারের পশ্চিম পাশে বসবাস করছে বলে জানান মুরাদপুর ইউনিয়নের মেম্বার মো. কামাল উদ্দিন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিশু ধর্ষণের ঘটনাটি শুনেছি। তবে, এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Most Popular

Recent Comments