●বার্তা বিভাগঃ
●এ বছর হজ্ব হবে সীমিত অাকারে এ রকমই একটি নিউজ পাওয়া গেছে প্রথম অালোর ওয়েবপেইজ থেকে।
●মধ্যপ্রাচ্যভিত্তিক গনমাধ্যম অাল জাজিরার এক প্রেস মিটিংয়ে বলা হয় বর্তমান বৈশ্বিক মহামারির সময়ে বহির্বিশ্ব থেকে হাজিরা অাসলে সামাজিক দূরত্ব বজায় রাখাটা কঠিন হয়ে পড়বে।এজন্য এ বছর হজ্ব পালন করবে শুধু সৌদি অারবে বসবাসরত মুসলমানরা।
●সৌদি সরকারের পক্ষ থেকে এক প্রেস মিটিংয়ে বলা হয় যদি বহির্বিশ্ব থেকে হাজিরা অাসে তবে সামাজি দূরত্ব বজায় রাখাটা কষ্টকর হবে।তাই এবছর হজ্ব হবে শুধুমাত্র সৌদি আরবের ভিতরে থাকা জনগন নিয়ে।বহিঃবিশ্বের কেউ হজ্বে আসতে পারবেনা।এরই ধারাবাহিকতায় চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে হজ্ব মন্ত্রণালয়।