নিজস্ব প্রতিবেদক:
কাশেম মিয়া একজন রিকশাচালক। “মেয়ে বিয়ে দিয়েছি, জামাই বাড়িতে যাওয়ার জন্য ভালো একটা শার্ট নেই, এই শার্টটা পরে আমি মেয়ের জামাই বাড়িতে যেতে পারব।” এরকম ছোট ছোট গল্পগুলো আমাদের কাজ করার জন্য আগ্রহ ও শক্তি যোগায়।
আমরা সাধারণত পুরানো কাপড় (যা এখনো নতুন এর মতো) সংগ্রহ করে ১০ টাকা মূল্যে মানুষের মাঝে বিতরণ করি।
প্রথমত এগুলো আমাদের বাসায় বাসায় গিয়ে সংগ্রহ করতে হয়।
দ্বিতীয়ত অনেক সময় এগুলো ধৌতকরণ, আয়রণ ও প্যাকিং করতে হয়।
তৃতীয়ত বিতরণ করতে হয় বিভিন্ন বস্তির ও নিম্ন আয়ের মানুষের মাঝে।
এগুলো ম্যানেজ করতে বেশ কিছু খরচ আছে, যেহেতু সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাই এই ১০ টাকা দিয়ে উল্লেখিত বিষয়গুলো কিছুটা ম্যানেজ করা যাবে।
তাছাড়া ১০ টাকা দিয়ে যিনি ক্রয় করছেন তিনি অনুভব করতে পারছেন যে আমি কিনে ব্যবহার করছি।
এ প্রজেক্ট আমাদের বছর ব্যাপী চলবে।
তাই যারা সহযোগিতা করতে চান যোগাযোগ করুন।
01917499989
01622922133
জয় হোক মানবতার
সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন