20.8 C
Bangladesh
Thursday, November 14, 2024
spot_imgspot_img
Homeস্বেচ্ছাস্বেবী সংগঠনসেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পরিচালক ফয়সাল হাং এর রক্তদান

সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পরিচালক ফয়সাল হাং এর রক্তদান

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া মানবতার কল্যানে এগিয়ে আসা এক জাগ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি,আসুন রক্ত দেই! জীবন বাঁচাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ! জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজন আমরা আছি আপনার পাসে এই স্লোগানকে সামনে রেখে খুব সুনামের সহিত সংগঠনটি পরিচালিত হচ্ছে। এই সংগঠনের মাধ্যমে হাজারো রোগীরা তাদের প্রয়োজনে কাংখিত রক্ত খুজে পাচ্ছে, কেহো ব্লাড গ্রুপ জেনে নিতে পারছে, সংগঠনটি মানুষের সেবাই কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই মানুষের কাছে ব্যাপক সারা পরছে।গতকাল মানবতার ডাকে সারা দিয়ে এই মাহামাড়ী করোনা ভাইরাসকে উপেক্ষা করে এক সিজারিয়ান মায়ের মুখে হাসি ফোটাতে রক্ত ডোনেট করার সময় না হওয়া সত্ত্বেও দুটি প্রাণকে বাঁচাতে রক্তদান করলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের অন্য তম পরিচালক ফয়সাল হাওলাদার, তিনি গত দুই মাস পনেরো দিন আগেও রাত বারোটা সতেরো মিনিটের সময় রক্ত দান করছেন।
সেইফ ব্লাড ডোনার সোসাইটি সংগঠনের পরিচালক ফয়সাল হাওলাদার বলেন আমি সারা জীবন মানুষের পাসে থাকতে চাই মানুষের কল্যানে কাজ করতে চাই,মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই, আমি মরিতে চাইনা এই সুন্দর ভূবণে, আমি বাঁচিতে চাই প্রতিটি মানুষের হৃদয়ে।

Most Popular

Recent Comments