মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরে মানবতার ডাকে সারা দিয়ে এক ঝাক তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি।আসুন রক্ত দেই জীবন বাঁচাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ! জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজনে আমরা আছি আপনার পাসে! এই স্লোগানকে সামনে রেখে খুব অল্প সময়ের মধ্যে সংগঠনটির খুব সুনাম সুখ্যাতি ছড়িয়ে পরেছে নানা দিকে।রোগীরা এই সংগঠনের মাধ্যমে প্রয়োজনের মূহুর্তে রক্ত পাচ্ছে। আজ সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সানোয়ার হোসেন এক রক্তশূন্যতা ছোট শিশুর মুখে হাসি ফোটাতে নিজের মূল্যবান রক্ত A+ ডোনেট করলেন। তখন তার সাথে উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পরিচালক ফয়সাল হাওলাদার ও ফেরদৌস মোল্লা, কাঁঠালিয়া টিম পরিচালক মেজবাহ তালুকদার অপু সহ আরো সদস্যরা।সেই ছোট্ট শিশুর বাবা হাফেজ মাওলানা আলমগীর হোসেন বলেন আমার দুইটা ছোট ছোট সন্তান আর তাদের প্রতি মাসেই রক্ত দিতে হয় এক জনার A+ অন্য জনার O+ আর সকল রক্তই সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠন থেকে ম্যানেজ করে দেয়। আজ সংগঠনের প্রতিষ্ঠিতা সানোয়ার হোসেন তার মূল্যবান রক্ত দান করছেন,আল্লাহ তাকে ভালো রাখুক এবং সংগঠনটি সারা বাংলাদেশ ব্যাপী চলে এবং সবাই এই সংগঠনের মাধ্যমে উপকৃত হোক সেই প্রত্যাশা রাখি।