মোঃ ফেরদৌস মোল্লা,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের কারনে যখন মানুষ ঘরথেকে বের হতে ভয় পাচ্ছে সেই সময়ে মানবতার কল্যানে সেইপ ব্লাড ডোনেট সোসাইটির পক্ষ থেকে আজ রবিবার বিকালে ভান্ডারিয়ার মালিয়ার হাট বাজারে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়। তখন বৃদ্ধ, যুবক,শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
তখন উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটির সদস্য সানোয়ার হোসেন, ফয়সাল, সাংবাদিক ফেরদৌস মোল্লা, শামীম,ছিফাত,জহিরুল ইসলাম সুমন,রনি পার,লামিয়া ইসলাম, লামিয়া আফরিন,ফাহাত,ফেরদৌস মছা,
সেইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রধান সদস্য সানোয়ার হোসেন বলেন এই রক্তদান সংগঠনটি তৈরি হয়েছে মানবতার কল্যানে এগিয়ে আসা এক জাগ তরুন প্রজন্মের উদ্যোগে সংগঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠন।
আসুন সবাই মিলে রক্তদেই জীবন বাঁচাই, আপনার রক্তে বাঁচতে পারে একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনটি এগিয়ে চলছে।আমরা সারা জীবন এই মানবতার কল্যানে কাজ করতে চাই, জয় হোক মানবতার!