মো: ফেরদৌস মোল্লাহ
পিরোজপুর জেলা প্রতিনিধি
মানবতার ডাকে সাড়া দিয়ে রোগীদের মুখে হাসি ফোটাতে,আসুন রক্তদেই জীবন বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে একজাগ তরুণ প্রজন্মের উদ্যোগে পরিচালিত হচ্ছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনটি। সেইফ ব্লাড ডোনেট সোসাইটি ইকড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের মানিক মিয়া মহাবিদ্যালয়ে রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ১টা পর্যন্ত ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়।
যেখানে কলেজের ছাত্র ছাত্রীরা এলাকার যুবক বৃদ্ধ সকলেই অংশ গ্রহণ করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।
এবং ছাত্র ছাত্রীদের মাঝে রক্তদানের উপকারীতা সম্পর্কে আলোচনা করা হয়।
মানিক মিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ারা জেসমিন বলেন এই রকম সংগঠন সমাজকে সুন্দর করতে পারে এবং সকল ছাত্র ছাত্রীরা এই রকম মানবতার সংগঠনের সাথে সংযুক্ত থাকা দরকার তাহলে তারা কখনো অসামাজিক কাজের সাথে সংযুক্ত হয়না।আমি নিজ থেকে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনকে পছন্দ করি এবং এই মহাবিদ্যালয়ে ফ্রী ক্যাম্পিং করায় আমি তাদের ধন্যবাদ জানাই আর সংগঠনের মঙ্গল কামনা করছি।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিক মিয়া মহাবিদ্যালয়ের শিক্ষক বিন্দ ও সংগঠনের কেন্দ্রীয় পরিচালক সানোয়ার হোসেন, সাংবাদিক ফেরদৌস মোল্লা, ইকড়ি ইউনিয়নের সভাপতি মিম আক্তার সাধারণ সম্পাদক মো: তুহিন, সদস্য আরিফ, রুমানা রহমান প্রমূখ।