19.9 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeকমিটিসোনাগাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হলেন ওমর ফারুক

সোনাগাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হলেন ওমর ফারুক

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নে আলহাজ্ব রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর ফারুক।

১৬ মে সোমবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনায় নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন।

সভায় নব-নির্বাচিত অভিভাবক সদস্য নাছির উদ্দিন সভাপতি পদে মোঃ ওমর ফারুক এর নাম প্রস্তাব করলে অপর অভিভাবক সদস্য রুনা লায়লা আক্তার নুপুর তা সমর্থন করেন। অপরাপর সদস্যগন মত প্রকাশ করলে সর্বসম্মতিক্রমে মোঃ ওমর ফারুক সভাপতি পদে নির্বাচিত হয়। এবং সদস্য সচিব পদে প্রদাধিকার বলে প্রধান শিক্ষক বাবু শংকর চন্দ্র শাহা বহাল থাকেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য পদে আলহাজ্ব রহিম উল্যাহ, দাতা সদস্য পদে মাইন উদ্দিন চৌধুরী লিটন, সাধারণ অভিভাবক সদস্য পদে আবদুল গফুর, নাছির উদ্দিন, মোঃ নুর নবী, মোঃ মেজবা উদ্দিন। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রুনা লায়লা আক্তার নুপুর নির্বাচিত হয়।

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ জোবায়ের শাহ, শ্যামল চন্দ্র দে, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে শিপ্রা ভৌমিক নির্বাচিত হয়।

Most Popular

Recent Comments