নিজস্ব প্রতিবেদকঃ
●সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন করোনা ও এর উপসর্গ নিয়ে সৌদিতে এ পর্যন্ত মোট ৩৭৫ জন মারা গেছেন। সৌদির রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং হজ্জ্ব মিশনের কর্মকর্তাদের মধ্যে অনু্ষ্ঠিত ভিডিও কনফারেন্সে রাষ্ট্রদূত এ কথা বলেন।
●রাষ্ট্রদূত মসীহ বলেন, ‘সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন, এদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন, যারা সৌদি আরবে কর্মরত ছিলেন।’
●প্রবাসিদের জরুরি চিকিৎসা প্রদানের জন্য ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন।
●দেশটিতে থাকা প্রবাসিদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানান রাষ্ট্রদূত মসীহ।