ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দলকে প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন স্টোকস। কিন্তু নিজের অধিনায়কত্বের ম্যাচে উইন্ডিজদের কাছে হেরে বসে ইংলিশরা। তবে দ্বিতীয় ম্যাচে ঠিক ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। আর সেই ম্যাচে জয়ের নায়ক অলরাউন্ডার বেন স্টোকস। দুই ইনিংসে করেছেন ২৫৪ রান এবং উইকেট শিকার করেছেন ৩টি।বেন স্টোকস মানে এখন অন্য কিছু। তার হাত ধরেই বারবার সফলতা ধরা দিচ্ছে ইংল্যান্ডের। দলের চাহিদা মিটিয়ে স্টোকস যেন বারবার আবির্ভূত হয়েছেন ত্রাতা হয়ে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে স্টোকস যেন পূর্ণ একটি ‘প্যাকেজ’। আর তাই ইংলিশ অধিনায়ক জো রুটের কন্ঠে স্টোকস ‘মি.ইনক্রেডিবল’, তার সামর্থ্যের সীমানা আকাশ পর্যন্ত।এমন পারফরম্যান্সে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার। আর তাকে নিয়ে দলটির অধিনায়ক জো রুটে ম্যাচ শেষে বলেন, “আমার ধারণা সে মি.ইনক্রেডিবল। সে দেখতে কিছুটা এই সুপার হিরোর মতো। তাই আমি নিশ্চিত যে এই মানের পারফরম্যান্স সে ধরে রাখতে পারবে। আমার মনে হয়, ওর সামর্থ্যের সীমানা আকাশ পর্যন্ত। ও যখন এভাবে খেলছেই, তখন ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স না করার কোনও কারণ নেই।”
প্রসঙ্গত যে, একদিকে বেন স্টোকস, অন্যদিকে সাউদাম্পটন টেস্টে একাদশে সুযোগ না পাওয়া স্টুয়ার্ট ব্রড- দুজনে মিলে ইংল্যান্ডকে ম্যানচেস্টার টেস্টের শেষ সেশনে এনে দিলেন ১১৩ রানের দারুণ জয়। যার ফলে সিরিজে ১-১ সমতায় ফিরে রুট বাহিনী।