17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeশিক্ষাহাজারো ছাত্রদের পদচারণায় মুখরিত তামিরুল মিল্লাত মাদরাসা

হাজারো ছাত্রদের পদচারণায় মুখরিত তামিরুল মিল্লাত মাদরাসা

তামিরুল মিল্লাত ক্যাম্পাস

আজ ১২/০৯/২০২১, রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় দূর-দূরান্ত হতে ছুটে এসেছে তামিরুল মিল্লাত মাদরাসার ছাত্ররা। স্বাস্থ্যবিধি মেনে সম্পন্য হলো প্রথম ক্লাস।

গত ২০২০ সালের ১৭ ই মার্চ করোনা মহামারির প্রকোপে বন্ধ হয়েছিলো শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ১৭ মাস পরে স্বাস্থ্যবীধি মানার প্রকল্প নিয়ে খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান। আর তাই ছাত্ররা প্রাণের ক্যাম্পাসে ছুটে আসছে।

ক্যাম্পাসে প্রবেশের

আজ তামিরুল মিল্লাত মাদরাসায় স্বাস্থ্যবীধি মেনে ছাত্র ও শিক্ষরা উপস্থিত ছিলো ক্লাসরুমে। দূরত্ব বজায় রেখে, মাস্ক বাধ্যতামূলক করে প্রথম ক্লাস সম্পন্য হলো এবং ছাত্রদের ক্যাম্পাসে শুভেচ্ছা জ্ঞাপনার্থে ও স্বাস্থবীধির সতর্কতায় তামিরুল মিল্লাত ছাত্র সংসদ (টাকসু) এর বিশেষ ভূমিকা ছিলো।

Most Popular

Recent Comments