28.6 C
Bangladesh
Monday, April 14, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতহাতিয়ায় যৌথ অভিযানে এক দুষ্কৃতিকারী আটক।

হাতিয়ায় যৌথ অভিযানে এক দুষ্কৃতিকারী আটক।

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলার হাতিয়ায় ফকিরা চোরা(৪০) নামে দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গতো ১২ মার্চ (বুধবার) বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জনের অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয় নোয়াখালীর হাতিয়ার উপজেলাধীন ৪ নং নলচিয়া ইউনিয়নের দফাদার গ্রাম সংলগ্ন একটি এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে ফকিরা চোরকে গ্রেফতার করা হয় বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা, লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

৪ নং নলছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফকির চোর। তার পিতা মৃত মোহাম্মদ নুরুল ইসলাম।

হাতিয়া থানা সূত্রে জানা যায়, আটককৃত দুষ্কৃতিকারী একাধিক মামলায় আসামি। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। দেশের আইন সৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করতে গিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Most Popular

Recent Comments