25 C
Bangladesh
Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeবিজ্ঞপ্তিহারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তি

পাবনা আতাইকুলা থানার পীরপুর গ্রামের মোঃ রাসেল হোসেন গঙ্গারামপুর বাজারের চায়ের দোকানদার।পিতাঃ মৃত খাইরুল ইসলাম,বাসাঃ পীরপুর সড়ক পাড়া। থানা আতাইকুলা পাবনা সদর পাবনা।আজ ০১/০৩/২৫ তারিখ রোজ শনিবার ভোর ৫ টা থেকে খুজে পাওয়া যাচ্ছে না। সকল আত্মীয় স্বজন এবং সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও তাঁর এখন পর্যন্ত সন্ধান মেলেনি।
তাঁর গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি, মুখমণ্ডল  গোলাকার ও মাথায় চুল আছে। এ ঘটনায় আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সাথে ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে । 01700561486,01751838163,01711413392

মোঃ মিঠুন শেখ মিঠু
স্টাফ রিপোর্ট, পাবনা।

Most Popular

Recent Comments