নিজস্ব প্রতিবেদক:
মামলা হামলা সহ নির্যাতনের অভিযোগ এনে কুয়াকাটা পৌর আওয়ামিলীগ এর সিনিয়র সহ সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আপন ভাই সহ প্রতিবেশী ৬ পরিবার।
মঙ্গলবার(২৪/১২/২০২৪) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারীরা জানান, ১৫ বছর ক্ষমতায় থেকে জুলুম নির্যাতন চালিয়ে আমাদের জমি জমা দখল করে রাখে কুয়াকাটা পৌর আওয়ামিলীগ এর সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ। ৫ আগষ্টের পরে আমরা কিছু জমি উদ্ধার করলেও তিনি পালিয়ে বরিশাল গিয়ে সেখান থেকে তার পরিবারের লোকজন দিয়ে রাতের বেলা প্রতিবেশী হাবিব মৃধার ৩ শতাধিক লাউ গাছ সহ বিভিন্ন প্রজাতির ৫শত গাছ কেটে ফেলে এই ইউসুফ গাজী ও তার পরিবারের লোকজন। যার মূল্য ৫ লক্ষ টাকার মতো। তাদের বিরুদ্ধে আমরা কোর্টে মামলা দায়ের করেছি। মামলা নম্বর ১৬৫৯/২০২৪ ।
আমাদের জমি জমা দখল করে নিয়ে আবার আমাদের নামে বেশ কয়েকটি মামলা দিয়ে হয়রানি করার পরও ২০১৬ সালের মধ্যে এসব মামলা নিষ্পত্তি হলে ৫ তারিখের পরে আবারো আমাদের নামে দুটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর ১৫৬/২৪, ১৫৩৮/২৪ । এছাড়াও বিভিন্ন মিডিয়াতে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। এছাড়াও হুমকি দিয়ে বলছে শেখ হাসনা আবারো ক্ষমতায় আসলে তোদের ঘর বাড়ি জালিয়ে দেবো।
ব্যক্তি হিসেবে গাজী ইউসুফ একজন জঘন্য মানুষ। এলাকায় যে কোনে মানুষকে তার বিষয় আপনারা জিজ্ঞেস করলে সত্য ঘটনা গুলো পেয়ে যাবেন।
শাহজাহান বিশ্বাসের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন তার ভাইর ছেলে মো: ইউসুফ মিয়া।
সংবাদ সম্মেলনে গাজী ইউসুফ এর আপন ভাই গাজী ইউনুস এর পরিবার সহ ৬টি পরিবারের ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদের মধ্যে মো: হোসেন বিশ্বাস, শাহজাহান বিশ্বাস, মস্তফা ঘরামী, নুর নবী,শহীদ গাজী, কুলসুম, হাবিব মৃধা প্রমূখ।
শাজাহান বিশ্বাস বলেন,আমার ৫৯৪ এসএ ও ১০৭১ বিএস দাগের জমি আওয়ামিলীগ ক্ষমতায় আসার পরে বেশ কিছু জমি দখল করে নেয়। কিছু জমি উদ্ধার করতে পারলেও এখনো আমাদ জমি সে দখল করে আছে। সেই জমি যাতে উদ্ধার করতে না পারি তার জন্য নানা ভাবে হয়রানি করার চেস্টা করছে।
এ ব্যাপারে গাজী মোঃ ইউসুফ জানান, দল ক্ষমতায় থাকা কালিন আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়নাই। কারে জমিজমা দখল করিনাই। তারা আমার নামে মিথা অভিযোগ দিতেছে।