16.6 C
Bangladesh
Tuesday, January 7, 2025
spot_imgspot_img
Homeস্বেচ্ছাস্বেবী সংগঠনহেল্প ফর চাইল্ড বিডি কর্তৃক পরিচালিত উল্লাস স্কুল।

হেল্প ফর চাইল্ড বিডি কর্তৃক পরিচালিত উল্লাস স্কুল।

মনোগ্রাম।

নিজস্ব প্রতিবেদকঃ-
দেশের অসহায় ও বিদ্যাবঞ্চিত শিশুদের মাঝে চলছে হেল্প ফর চাইল্ড বিডি কর্তৃক উল্লাস স্কুল নামে শিক্ষা কার্যক্রম।বিদ্যাবঞ্চিত অসহায় শিশুদের মাঝে বিদ্যার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হেল্প ফর চাইল্ড বিডি শুরু করেছে এই কার্যক্রম।
হেল্প ফর চাইল্ড বিডি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২০ সালের ১৬ ই নভেম্বর শুরু হয় অগ্রযাত্রা।
হেল্প ফর চাইল্ড বিডি এর মূল উদ্দেশ্য বাংলাদেশে অবস্থিত দরিদ্র ও অধিকার-বঞ্চিত শিশুদের জন্য খাদ্য,চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা এবং ইভটিজিং,ধর্ষণ, বাল্যবিবাহ ও সাইবার বুলিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা ।
এরই ধাহারাবাহিকতায় ইতোমধ্যে সংগঠনটি সারা দেশব্যাপী অসহায় ও দরিদ্র শিশুদের জন্য কার্যক্রম শুরু করে দিয়েছে।
সংগঠনটি ইতোমধ্যে দেশের প্রত্যেক জেলায় দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরন সম্পন্য করেছে এবং বর্তমানে সারা দেশব্যাপী শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

প্রতীকি ছবি।


ইতোমধ্যে উল্লাস স্কুল নামে একটি শিক্ষা কার্যক্রম জারি করেছে উক্ত সংগঠন।যেখানে দরিদ্র ও অসহায়দের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বই,খাতা,কলম ইত্যাদি শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরনের প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটির পরিচালক সাইয়্যেদুজ্জামান নূর আলভি।
পরিচালকের ভাষ্যমতে ইতোমধ্যে উল্লাস স্কুল (বানিয়াজুরী,ঘিওর,মানিকগঞ্জ শাখার) কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।উক্ত শাখার পরিচালকঃ আসিফুর রহমান, সহকারী পরিচালকঃ স্বর্ণা আক্তার।
আজ ৩০-০১-২০২১ তারিখ বানিয়াজুরী,ঘিওর,মানিকগঞ্জ শাখার ক্লাস উদ্ধোধন এর মাধ্যমে শুরু হয় উল্লাস স্কুল এর সকল কার্যক্রম।
পরিচালক আরও জানান, ‘সারা দেশব্যাপী উক্ত শিক্ষা কার্যক্রম বহাল রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে’।
‘অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে পেরে নিজেদের আনন্দ বোধ হচ্ছে’, বলে জানান সংগঠনটির স্বেচ্ছাস্বেবী কর্মীরা।

Ad………..

Most Popular

Recent Comments